নীলফামারী-৪: বিএনপি মনোনয়ন নিয়ে ক্ষোভ, মাঠে নামলেন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা
নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নাম ঘোষণা হওয়ায় ক্ষোভে ফুঁসছে মনোনয়ন বঞ্চিত রিয়াদ আরফান সরকার রানার সমর্থকরা। দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মনোনয়ন বাতিল করে ‘গ্রহণযোগ্য প্রার্থী’ বাছাইয়ের দাবি তুলেছেন।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জড়ো হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে দলীয় মনোনয়নে অসন্তোষ প্রকাশ করেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচির কারণে শহরের কয়েকটি পয়েন্টে যান চলাচলে শ্লথগতি তৈরি হয়।
বক্তারা অভিযোগ করেন, “স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা না থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।” তারা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা যায়, নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। তবে ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের একাংশ এতে অসন্তুষ্ট হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভকারীরা জানান, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন। এ বিষয়ে জানতে চাইলে রিয়াদ আরফান সরকার রানার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।













