বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বলিউডে বছরের সেরা আবিষ্কার শর্বরী বাগ

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৪:৫৪ পিএম | 119 বার পড়া হয়েছে
বলিউডে বছরের সেরা আবিষ্কার শর্বরী বাগ

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে বলিউডের ‘সেরা আবিষ্কার’ এর তালিকায় শুরুর দিকে শর্বরী বাগ এর নাম থাকবে বলে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গেছে। আবেদনময়ী গানে যেমন তাকে দেখা গেছে, তেমনই তিনি নন গ্ল্যামারাস চরিত্রেও সাবলীল ছিলেন। আবার তার ঝুলিতে যেমন রয়েছে বক্স অফিস হিট ছবি, তেমনই ছিলেন সমালোচক প্রশংসিত ওয়েব ফিল্মেও। মূলত এই জন্যেই ‘বর্ষসেরা আবিষ্কার’ তকমাটা ২৭ বছর বয়সী অভিনেত্রীর নামের সঙ্গে জুড়ে দেওয়াই যায়।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন শর্বরী। এরপর যশ রাজ ফিল্মসের ‘বান্টি অউর বাবলি ২’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে অভিষেক ছবিতে সেভাবে অবশ্য দর্শক মন জয় করতে পারেননি। অবশ্য এই অভিনেত্রী ২০২৪ এ যা পেয়েছেন, তাতে হয়তো আগের সব ব্যর্থতা ভুলে যাবেন। গেলো ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য সরপোতদারের হরর – কমেডি ছবি ‘মুনজ্যা’। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ১৩০ কোটি! আর এই ছবিটি দিয়েই আলোচনায় আসেন শর্বরী। এই ছবির গান ‘তারাস’ এ শর্বরীর আবেদনময়ী রূপে মাত ছিল অন্তর্জাল দুনিয়া। এটি দিয়ে শর্বরী’র জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে দীপিকা পাড়ুকোনকে টপকে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির সাপ্তাহিক সমীক্ষায় ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী হিসেবে ভোট পান।
শর্বরীকে এরপর দেখা যায়, নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘মহারাজ’ এ। জুনায়েদ খানের সঙ্গে এই ছবিতে ‘মুনজ্যা’র চেয়ে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান।নিজের সাফল্য নিয়ে শর্বরী বলেন, আমার অভিনীত ছবি ১০০ কোটি ব্যবসা করার সাফল্যে আমি আনন্দিত। অভিনেত্রী হিসেবে আমি অনেক উচ্চাকাঙ্ক্ষী। লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। সব শিল্পীই চান, তার অভিনীত ছবি ব্যবসা করুক। একটা হিটের পর আরও ভালো চরিত্রে অভিনয় করার লোভ হয়, আরও বেশি পরিশ্রম করার জেদ পেয়ে বসে।
পর্দায় শর্বরীকে সর্বশেষ গেলো ১৫ আগস্ট নিখিল আদভানির ‘বেদা’ ছবিতে দেখা গেছে। জন আব্রাহামের সঙ্গে এই ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। বাণিজ্যিক ও শৈল্পিক ঘরানার ছবি – যেকোনো ধরনের চরিত্র করতে পারবেন তিনি, এমন মন্তব্য করেন অনেক সমালোচক। প্রেক্ষাগৃহের পর গেলো শুক্রবার ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছে। আরেকটি বড় প্রকল্পে কাজ করছেন এখন শর্বরী। যশ রাজের স্পাই ইউনিভার্সের প্রথম নারী প্রধান ছবি ‘আলফা’তে আলিয়া ভাটের সঙ্গে তাকেও দেখা যাবে। সম্প্রতি ঘোষণা এসেছে, ২০২৫ সালের বড়দিনে মুক্তি পাবে ‘আলফা’। এই ছবিতে শর্বরীকে দেখা যাবে রোমাঞ্চকর কিছু অ্যাকশন দৃশ্যে।

ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত

(টাঙ্গাইল) প্রতিনিধি:  প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:২১ পিএম
ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির আয়োজনে ধানের শিষ প্রতীক নিয়ে ‘বাড়ি বাড়ি ভোট চাওয়া’ কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, শাখা বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে

অনুষ্ঠানে বক্তারা দলীয় ধানের শিষ প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোট প্রার্থনা কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে, তারা দলীয় নেতা-কর্মীদের ওপর চলমান রাজনৈতিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হন এবং সাবেক প্রধানমন্ত্রীর বিচারিক রায় অনুযায়ী দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। পথসভায় বক্তব্য রাখেন ভূঞাপুর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রামাণিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল মন্ডল প্রমুখ। বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে ও ভোটারদের মধ্যে ব্যাপক গণসংযোগ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

টাঙ্গাইলে ডাকাতি চেষ্টা: অস্ত্রসহ ৬ জন আটক

মোহাম্মদ সোহেল (বিশেষ) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:০২ পিএম
টাঙ্গাইলে ডাকাতি চেষ্টা: অস্ত্রসহ ৬ জন আটক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ ছয় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। যমুনা সেতু পূর্ব থানার পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামওয়েল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৯) হাতিয়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) ও একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) ট্রাকটির গতিরোধ করে। এসময় টহলরত পুলিশের নজরে পড়ে। পুলিশের পুলিশের তল্লাশিতে ১টি লাইসেন্সকৃত শর্টগান, ৬টি সিসা কার্তুজ, ১টি লেজার লাইট, ২টি সিগন্যাল লাইট, ৪টি শর্ট ওয়াকি-টকি

২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

আটককৃত ছয় সন্দেহভাজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার একজন কর্মকর্তা বলেন, “ডাকাতির প্রস্তুতিমূলক সকল উপকরণসহ সন্দেহভাজনদের আটক করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত চলছে।

আমিনপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতার

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৪১ পিএম
আমিনপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতার

পাবনার আমিনপুর থানার বুলন্দর চর এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ৭৫ বছর বয়সী তাকাই প্রামানিক নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শিশুটির বাবা আমিনপুর থানায় মামলাটি করেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার বৃদ্ধ একই গ্রামের মৃত ছবেদ প্রামানিকের ছেলে।

লিখিত এজাহার থেকে জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) বিকালে শিশুটি চাচার বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় বৃদ্ধ তাকাই প্রামানিক তাকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে টাকা দেওয়ার প্রলোভন ও হত্যার হুমকি দিয়ে শিশুটিকে কাউকে কিছু বলতে নিষেধ করে। সন্ধ্যায় শিশুটির রক্তপাত শুরু হয়ে অসুস্থ হলে পরিবার বিষয়টি বুঝতে পারে।

শিশুটির ভাইয়ের স্ত্রী লাবনী খাতুন জানান, তিনি তাকাই প্রামানিককে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন এবং কিছুক্ষণ পর শিশুটিকেও সেখান থেকে বের হতে দেখেন। পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের কথা জানায়।

আমিনপুর থানার ডিউটি অফিসার এসআই রেজাউল করিম বৃদ্ধকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি থানায় রয়েছে।

জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর ও আমিনপুর সার্কেল) নাম না প্রকাশ করে জানান, আসামি গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।