রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

তোমাকে কে সবচেয়ে বেশী ভালবাসতে পারে তুমি ছাড়া?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:০৮ পিএম | 68 বার পড়া হয়েছে
তোমাকে কে সবচেয়ে বেশী ভালবাসতে পারে তুমি ছাড়া?

প্রিয়াঙ্কা চোপড়া হাজবেন্ড নিক জোনাসকে নিয়ে একটা সাক্ষাতকারে উনি বলেছিলেন, আমার কাজ নিককে অন্য মেয়েদের থেকে দূরে রাখা না, ধরে রাখা না। নিকের কাজ মেয়েদের থেকে নিজেকে দূরে রাখা, কারণ সে একটা কমিটেড পুরুষ। ভেবে দেখেন- প্রিয়াঙ্কার একাউন্টে আছে ৩৩০+ কোটি রুপি। সুতরাং এরকম রিচ একটা মেয়েকে নিক জোনাস কি অফার করবে শান্তি, ভালবাসা আর কেয়ার ছাড়া?
একটা ভালো লাইফ পার্টনার পাওয়া যেকোনো মেয়ের জন্য মোটামুটি লটারি জেতার মত। আপনি শাকিরা থেকে ঐশ্বরিয়া রায় অথবা হলিউডের কিংবদন্তি মেরিলিন মনরোর দিকে তাকান- প্রত্যেকে চিটেড, নাইলে এবিউজের শিকার। কিন্তু কেন? কেন এত সফল মেয়েরা বাসার মধ্যে নির্যাতিত?
এর কারণ হচ্ছে- ক্যারিয়ারে এতখানি সফল মেয়েদের শুধুমাত্র প্রেম ভালোবাসা আর লয়ালিটি ছাড়া পুরুষদের আর কিছু অফার করার নাই!
আমি নিজের কথা বলি- আরমানির পারফিউম, শ্যানেলের লিপস্টিক কিনতে আমার পুরুষদের দরকার নাই। এইজন্য আমার সুগার বেবিদের অসহ্য লাগে, এদের ইম্প্রেস করা ইজি কারণ টাকা দেখলেই এরা কাত।
একটা সোনার গয়না কিনতে ইচ্ছা করলে কোনো পুরুষ আমার লাগবে না। ইউরোপের যে কোন দেশে আমি নিজের টাকায় ট্রাভেল করতে পারি, সুতরাং পুরুষ আসলে আমাকে কি অফার করবে?
আমার মতো আরো হাজার হাজার মেয়েকে পুরুষ অফার করবে শান্তি এবং ইমোশনাল নিরাপত্তা। এই নিরাপত্তা যে নিশ্চিত করতে পারবেনা সে হচ্ছে লুজার এবং অনিরাপত্তায় ভুগতে থাকা পুরুষ৷ সে জানে সে নিজে ভালো না, অন্য মেয়ে দেখলে নিজের ইন্সটিংক্ট কন্ট্রোল করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পুরুষরা নিজেদের অনিরাপত্তা মেয়েদের মধ্যে দিয়ে দেয়- মেয়েটা ফিল করতে থাকে: আমি কি আর একটু চিকন হব, আমার কি আরেকটু লেজার করাব, আমার কি আরেকটু বোটক্স করা দরকার?
নারী পুরুষ সম্পর্ক হচ্ছে রিয়েল লাইফ পাওয়ার ডায়নামিক্স। বেশিরভাগ পুরুষ পাওয়ারফুল ফিল করে টাকা দিয়ে, নারী পাওয়ারফুল ফিল করে ইমোশন দিয়ে। যে পুরুষ ইমোশনাল সেফটি নিশ্চিত করতে পারেনা, সেই পুরুষ স্বনির্ভর হয়নি টাইপ মেয়েদের টাকার মূলা দেখিয়ে ধরে রাখে। হাজার বছর আগে গুহায় পুরুষ শিকার করে আনত, সে ছিলো প্রভাইডার। কিন্তু হাজার বছর পরে সে উচ্চশিক্ষিত টাকাটুকাওয়ালা মেয়েকে সে কি দিবে লয়ালিটি ছাড়া?
তাই, অনিরাপত্তায় ভুগতে থাকা পুরুষদের প্রথম সুযোগে জীবন থেকে বাদ দিয়ে দেয়া ছাড়া মেয়েদের হাতে সমাধান নাই। হতে পারে সেই পুরুষ একদিন আপনাকে ভালবাসত, কিন্তু আপনার ডিগ্রী এবং ক্যারিয়ার যত বেশি উপরের দিকে যাবে, সে নিজেকে ছোট ভাবতে থাকবে এবং সে নিজেকে যত বেশি ছোট ভাবতে থাকবে আপনাকে তত দূরে ঠেলতে থাকবে এবং আপনি তত বেশি নিজেকে ছোট ভাবতে থাকবেন।
So, dear girls- there’s nothing absolute, not a man’s love. Just don’t forget to love yourself- your identity and your presence. Nothing is powerful than your existence!

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে, যা মনসুরনগর চরের শিক্ষার্থীদেরসহ স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি করছে; বিশেষ করে স্বাস্থ্যকেন্দ্রে যেতে ও স্কুলে যেতে তাদের ডুবোচরের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, যা একটি বড় সমস্যায় পরিণত হয়েছে।
মূল সমস্যা: শুষ্ক মৌসুমে জেগে ওঠা অসংখ্য ডুবোচর যাতায়াতে বাধা দিচ্ছে।
প্রভাব: ছাত্রছাত্রী, রোগীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
উদাহরণ: মনসুরনগর চরের লোকজন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ এএম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। এ দিবস পালন উপলক্ষ্যে সকালে হানাদার মুক্ত দিবসের বিজয় মিছিল,পুস্প্যমাল্য অর্পন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়। এই দিন মুক্তিযোদ্ধাদের প্রবল চাপের মুখে পাকিস্তানি সেনারা পরাজয় মেনে নিয়ে কুড়িগ্রাম ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার বীর প্রতীকের নেতৃত্বে কুড়িগ্রাম ওভারহেড পানির টাংকির উপর প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করা হয়।
এই দিবসের শুরুতে সকাল ৯ টায় একটি বিজয় মিছিল কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে বেড় হয়ে শহর পদক্ষিন করে। পরে কলেজ মোড় স্বাধীনতার বিজয় স্থম্ভে পুস্প্য মাল্য অর্পণ করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় এক স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,এনডিসি এবিএম মেজবাহ উদ্দিন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম(অবঃ), বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,প্রবীন সাংবাদিক সফি খান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা সভাপতি মাহবুবুর রশীদ তালুকদার স্বপন,সহ সভাপতি নব কুমার সরখেল ববি,সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন,উদীচী শিল্পিগোষ্ঠির অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক,১৯ সংগঠনের রাজ্য জ্যোতি,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সদস্য সচিব হেলাল আহমেদ,প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সদস্য সচিব আব্দুল মুমিন বাবু প্রমুখ ।

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি-সম্পাদক তাড়াশের মাসুদ ও মোন্নাফ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ এএম
জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি-সম্পাদক তাড়াশের মাসুদ ও মোন্নাফ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কৃতী শিক্ষার্থী শাহরিয়ার আব্দুল মোন্নাফ। একই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী, তাড়াশের নাদোসৈয়দপুর গ্রামের মাসুদ রানা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বগ্রহণের পর খুব দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক।

সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সভাপতি শাহরিয়ার আব্দুল মোন্নাফ বলেন, “প্রতিবারের মতো এবারও সিরাজগঞ্জ থেকে আগত শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে আমরা আরও নতুনত্বের প্রকাশ ঘটাবো।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মান। এই বিশ্বাস ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা সমিতিকে আরও সংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব। আগামী দিনে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ক্যাম্পাসের সম্পর্ক জোরদার করাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাব।”

নতুন কমিটি ঘোষণায় জাবির সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।