খুলনায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ
খুলনায় আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো চীপ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও দৈনিক প্রবাহের সাংবাদিক কামরুল মনিরের উপর সন্ত্রাসী হামলা ও এলোপাতাড়ি মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ। বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, নির্বাহী সদস্য মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইলিয়াস হুসাইন, মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, মোঃ মাহমুদুর রহমান, সদস্য মোঃ মিজানুর রহমান, খান শহিদুল ইসলাম, আঃ কুদ্দুস মোল্লা, মোঃ মিলন শেখ প্রমুখ।











