নান্দাইলে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি গাছের চারা বিতরণ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মো. এনামুল হক। এসময় শিক্ষার্থীদের হাতে ২৫০টি ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল শাখার সভাপতি সাংবাদিক আ. হান্নান আল আজাদ, সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, গভর্নিং বডির সদস্য মো. শাজাহান, মো. হারুন অর রশিদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শাহরিয়ার মীর, মো. মতিউর রহমান, আবদুল আউয়ালসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
চারা বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আ. হান্নান আল আজাদ বলেন,
“গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি এটি জীবের প্রাণরক্ষায় অক্সিজেনের ভান্ডার হিসেবে অপরিহার্য। তাই আসুন, প্রত্যেকে অন্তত ১০টি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।”
তিনি আরও জানান, বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











