দিঘলিয়া উপজেলা যুবদলের জরুরী বর্ধিত সভা এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত।

গতকাল ৩রা নভেম্বর বিকাল ৪ ঘটিকায় পথের বাজার মহিলা কলেজ অডিটোরিয়ামে দিঘলিয়া উপজেলা যুবদলের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ কুদরত-ই-এলাহী স্পীকার সভাপতি দিঘলিয়া উপজেলা যুবদল । সঞ্চালনা করেন করেন খন্দকার ফারুক হোসেন সদস্য সচিব দিঘলিয়া উপজেলা যুবদল। বক্তব্য রাখেন মোল্লা মাহমুদুল হাসান মিঠু সদস্য খুলনা জেলা যুবদল মোল্লা মাহবুব আলম সদস্য খুলনা জেলা যুবদল। আরো বক্তব্য রাখেন মোঃ বাবুল শেখ, আব্দুল হান্নান, মোল্লা জিল্লুর রহমান সিকদার, লিটন হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, তৌহিদ ফকির, মিল্লাত হোসেন, গোলাম হোসেন, সোহেল শেখ, হুমায়ুন মোড়ল, ওয়াফিউজ্জামান শুভ, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মোল্লা বখতিয়ার আহসান, খান মুরাদ, আব্দুল আলীম বিশ্বাস, মোল্লা রাকিবুদ্দিন, মফিজুর রহমান, মনির, গাজী রেজাউল ইসলাম বাবু, সোহেল জাফর মইন প্রমুখ।
বর্ধিত সভা শেষে পথের বাজারে আজিজুল বারী হেলাল ভাইয়ের নমিনেশন কনর্ফাম হওয়ায় তাৎক্ষনিক আনন্দ মিছিল করে উপজেলা যুবদল।














