কামরুন তানিয়া (নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার)
চট্টগ্রামে “জাতীয় সাংবাদিক সংস্থার” বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত
সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই— এমন অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। বুধবার চট্টগ্রামের মরাদপুরের জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংস্থার বিভাগীয় আলোচনা সভায় তারা এই আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গণি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ সার্ভিস (বিএনএস) চেয়ারম্যান ও নীতি নির্ধারক পরিষদের সদস্য মোঃ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এবং আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মাসুদ আলম সাগর, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নুরুল।
বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা সভায় সাংবাদিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।মহাসচিবের আগমনে কক্সবাজার জেলাসহ বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ খুবই আনন্দিত। সংস্থার উন্নয়নে বদ্ধ পরিকর।
তাঁরা আরও বলেন এভাবে প্রতিটি বিভাগ থেকে শুরু করে জেলা উপজেলার মধ্যে কেন্দ্রীয় পরিষদের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন হলে বছরের মধ্যে তাহলে সবার মধ্যে ভাতৃত্ব বোধ এবং সংস্থার প্রতি আরও আস্থাশীলতা আসবে, আসবে পরিবর্তন।











