মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ
বগুড়া ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা মধ্যপাড়া গ্রামে। মামলার বিবরণ অনুযায়ী, বাদী মোছাঃ রানু বেগম (৫০), স্বামী মোঃ শরিফুল ইসলাম, ছাইহাটা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা, সারিয়াকান্দি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে, তার দেবরের মেয়ে মোছাঃ খুকুমণি (০৭) কে ০৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ৪টা ৩০ মিনিটের দিকে আসামী মোঃ মুনজু আলম (৪৫), পিতা মৃত মন্টু প্রাং, একই গ্রামের বাসিন্দা, রানু বেগমের বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নঘরে খাটের উপর শুইয়ে প্যান্ট খুলে ধর্ষণের উদ্দেশ্যে শিশুটির যৌনাঙ্গে আঙুল দিয়ে নাড়াচাড়া করে। এ ঘটনায় বাদী রানু বেগম সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা করে যাহার নং:০৩, ০৭-১০-২০২৫ খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪)(খ) । সারিয়াকান্দি থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত মামলা রুজু হয়েছে।











