মায়া

ওয়েব ফিল্ম: মায়া (স্পয়লার নেই)
পরিচালক: রায়হান রাফী
বিঞ্জে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম “মায়া”। “মায়া” ওয়েব ফিল্মের মূল গল্পটা পারিবারিক বিষয়ের উপর। তবে এই পারিবারিক গল্পটার মধ্যে উঠে এসেছে মাদকাসক্তি এবং জীবনের সাথে যুদ্ধ করে চলা একজন নারীর জীবন। না পারছেন স্বামীকে সঠিক পথে নিয়ে আসতে, না পারছেন কর্মস্থলে নিজেকে রক্ষা করতে৷ নানান ভাবে কর্মস্থলে তাকে হতে হচ্ছে হেনস্তা। এরপরও জীবনকে চালিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মায়া। গল্পটা রাহাত ও মায়ার হয়েও সমাজের অনেকের গল্প এটি। যারা দেখবেন অনেকে মিল পেতে পারেন।
ওয়েব ফিল্মে দুর্দান্ত অভিনয় করেছেন সারিকা সাবরিন। বিশেষ করে শেষের নিঃশব্দে করে যাওয়া অভিনয়টা অনেকেরই মনে দাগ কেটে যেতে বাধ্য। সামনে তাকে আরো অনেক ভালো ভালো কাজে দেখতে পাবো আশা করি। রাহাত চরিত্রে ইমনও ভালো করেছে। এছাড়াও অন্যান্য চরিত্রে বাকিদেরও দারুণ লেগেছে। “মায়া” ওয়েব ফিল্মটি বিঞ্জে দেখা যাচ্ছে। সময় করে দেখে নিতে পারেন ওয়েব ফিল্মটি।











